ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার পোস্টাল ব্যালট ডাকাতি হতে দেখা যাচ্ছে: তারেক রহমান ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু, আহত আরও ২ চমেকে ভর্তি শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয় সিট দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ : মির্জা আব্বাস ‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ ‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি,আপনাদের আমানতের খেয়ানত করবো না’:মির্জা ফখরুল আওয়ামী লীগ-ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটির বিষয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

বিয়ের হ্যাটট্রিক করলেন ইমরান খান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুবার দুজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। একটিও টেকেনি। তবে ইমরান খান তো আর বসে থাকার পাত্র নন। ফের বিয়ে করলেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ইমরান খান। এ নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে তা আলোর মুখ দেখল। ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। তার তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। দেশটির পাকপাত্তানের পীর পরিবারের মেয়ে তিনি।

এককালে ব্যাট-বল হাতে মাঠ কাঁপানো ইমরানের এখন বড় পরিচয় রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান। দলের তরফ থেকে জানানো হয়েছে, দলটির প্রধান ইমরান খান তৃতীয়বার বিয়ে করেছেন। গতকাল রোববার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে সম্পন্ন হয়।

পিটিআইয়ের সিনিয়র নেতা ইনামুল হক জানান, বিয়েতে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে ইমরানের কাছের মানুষেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

একসময়ের ‘প্লেবয়’খ্যাত তারকা ক্রিকেটার ইমরানের নবপরিণীতা স্ত্রীর বয়স ৪০ ছুঁই ছুঁই। তিনি ওয়াত্তু গোত্রের। এর আগে একবার বিয়ে হয়েছিল তার। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সদ্যই তার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে।

এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ এক ধনকুবের পরিবারের কন্যা জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। তা টেকে ২০০৪ সাল পর্যন্ত। জেমাইমার সঙ্গে ছাড়াছাড়ির পর প্রায় একযুগ সিঙ্গেল থেকেছেন তিনি। এর পর ২০১৫ সালে পাকিস্তানি বংশেআদ্ভূত বিবিসির উপস্থাপিকা রিহাম খানকে বিয়ে করেন ৯০-র দশকের বিশ্বসেরা অলরাউন্ডার। তা টেকে মাত্র ১০ মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডাকসু ছিল মাদকের আড্ডা-বেশ্যাখানা’:জামায়াত নেতার

বিয়ের হ্যাটট্রিক করলেন ইমরান খান

আপডেট সময় ০৩:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুবার দুজনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। একটিও টেকেনি। তবে ইমরান খান তো আর বসে থাকার পাত্র নন। ফের বিয়ে করলেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ইমরান খান। এ নিয়ে বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে তা আলোর মুখ দেখল। ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। তার তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। দেশটির পাকপাত্তানের পীর পরিবারের মেয়ে তিনি।

এককালে ব্যাট-বল হাতে মাঠ কাঁপানো ইমরানের এখন বড় পরিচয় রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান। দলের তরফ থেকে জানানো হয়েছে, দলটির প্রধান ইমরান খান তৃতীয়বার বিয়ে করেছেন। গতকাল রোববার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে সম্পন্ন হয়।

পিটিআইয়ের সিনিয়র নেতা ইনামুল হক জানান, বিয়েতে কনের মা, ভাইবোন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে ইমরানের কাছের মানুষেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

একসময়ের ‘প্লেবয়’খ্যাত তারকা ক্রিকেটার ইমরানের নবপরিণীতা স্ত্রীর বয়স ৪০ ছুঁই ছুঁই। তিনি ওয়াত্তু গোত্রের। এর আগে একবার বিয়ে হয়েছিল তার। বুশরার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সদ্যই তার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছে।

এর আগে ১৯৯৫ সালে ব্রিটিশ এক ধনকুবের পরিবারের কন্যা জেমাইমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। তা টেকে ২০০৪ সাল পর্যন্ত। জেমাইমার সঙ্গে ছাড়াছাড়ির পর প্রায় একযুগ সিঙ্গেল থেকেছেন তিনি। এর পর ২০১৫ সালে পাকিস্তানি বংশেআদ্ভূত বিবিসির উপস্থাপিকা রিহাম খানকে বিয়ে করেন ৯০-র দশকের বিশ্বসেরা অলরাউন্ডার। তা টেকে মাত্র ১০ মাস।