ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই সন্তানের জননী ঝর্ণা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে হত্যার পর উপজেলার লাউখোলা এলাকায় আরাচন্ডি গ্রামের ধনিয়া ক্ষেত থেকে মাঠে ফেলে রাখে।

ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুইজন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এখনো বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববাার সকালে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার আরাচন্ডি গ্রামের জীবন মিয়া ঢাকায় থাকেন। তার স্ত্রী ঝর্ণা বেগম ও দুই সন্তান বাড়িতে থাকেন। এরই মধ্যে স্থানীয় সুমনের সঙ্গে ঝর্ণার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা জানতে পেরে ঝর্ণার সঙ্গে কথা বলার জন্য সুমনকে চাপ দেয় তার বন্ধু বাবুল।

বাবুলের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় লাউখোলা ও আরাচন্ডি মাঠের মধ্যে কথা বলছিল সুমন ও ঝর্ণা। এ সময় ঝর্ণাকে কুপ্রস্তাব দেয় সুমন। তাতে রাজি ঝর্ণাকে গলা টিপে হত্যা করে ধনিয়া ক্ষেতে ফেলে রাখে সুমন ও বাবুল। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মো. আ. হান্নান বলেন, এ ঘটনায় নিহতের মা আফিয়া বেগম বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সুমন ও বাবুল সরাসরি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে খুন

আপডেট সময় ১০:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই সন্তানের জননী ঝর্ণা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে হত্যার পর উপজেলার লাউখোলা এলাকায় আরাচন্ডি গ্রামের ধনিয়া ক্ষেত থেকে মাঠে ফেলে রাখে।

ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুইজন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এখনো বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববাার সকালে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার আরাচন্ডি গ্রামের জীবন মিয়া ঢাকায় থাকেন। তার স্ত্রী ঝর্ণা বেগম ও দুই সন্তান বাড়িতে থাকেন। এরই মধ্যে স্থানীয় সুমনের সঙ্গে ঝর্ণার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা জানতে পেরে ঝর্ণার সঙ্গে কথা বলার জন্য সুমনকে চাপ দেয় তার বন্ধু বাবুল।

বাবুলের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় লাউখোলা ও আরাচন্ডি মাঠের মধ্যে কথা বলছিল সুমন ও ঝর্ণা। এ সময় ঝর্ণাকে কুপ্রস্তাব দেয় সুমন। তাতে রাজি ঝর্ণাকে গলা টিপে হত্যা করে ধনিয়া ক্ষেতে ফেলে রাখে সুমন ও বাবুল। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মো. আ. হান্নান বলেন, এ ঘটনায় নিহতের মা আফিয়া বেগম বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সুমন ও বাবুল সরাসরি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।