অাকাশ জাতীয় ডেস্ক:
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই সন্তানের জননী ঝর্ণা বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাকে হত্যার পর উপজেলার লাউখোলা এলাকায় আরাচন্ডি গ্রামের ধনিয়া ক্ষেত থেকে মাঠে ফেলে রাখে।
ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। দুইজন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এখনো বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববাার সকালে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার আরাচন্ডি গ্রামের জীবন মিয়া ঢাকায় থাকেন। তার স্ত্রী ঝর্ণা বেগম ও দুই সন্তান বাড়িতে থাকেন। এরই মধ্যে স্থানীয় সুমনের সঙ্গে ঝর্ণার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনা জানতে পেরে ঝর্ণার সঙ্গে কথা বলার জন্য সুমনকে চাপ দেয় তার বন্ধু বাবুল।
বাবুলের উপস্থিতিতে শনিবার সন্ধ্যায় লাউখোলা ও আরাচন্ডি মাঠের মধ্যে কথা বলছিল সুমন ও ঝর্ণা। এ সময় ঝর্ণাকে কুপ্রস্তাব দেয় সুমন। তাতে রাজি ঝর্ণাকে গলা টিপে হত্যা করে ধনিয়া ক্ষেতে ফেলে রাখে সুমন ও বাবুল। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মো. আ. হান্নান বলেন, এ ঘটনায় নিহতের মা আফিয়া বেগম বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সুমন ও বাবুল সরাসরি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















