অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিচপুর এলাকা থেকে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফরিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের আসামি করে ধর্ষিত তরুণীর পরিবার টঙ্গী থানায় মামলা করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহামুদুল ইসলাম জানান, টঙ্গীর এরশাদনগর এলাকার ওই তরুণীর সঙ্গে আরিচপুরের জাহাঙ্গীর ও তার স্ত্রী ফরিদার পূর্ব পরিচয় ছিল। তারা ওই তরুণীকে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে আসছিল।
গত বৃহস্পতিবার বিকালে চাকরি দেয়ার কথা বলে আরিচপুর এলাকায় নিজ বাড়িতে ডেকে নেয় জাহাঙ্গীর ও তার স্ত্রী ফরিদা। পরে স্ত্রীর সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ধর্ষক জাহাঙ্গীর। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























