অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রবীণ রাজনীতিক সরফুদ্দিন আহমেদ ঝন্টু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়েছে।
ঝন্টুর ছেলে রিয়াজ আহমেদ হিমন জানান, গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে তাকে রংপুরের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে তাকে ঢাকায় আনা হয়েছে।
সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. সালেহ আহমেদ জানান, সাবেক মেয়র ঝন্টুর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিতে বলা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকার একটি হাসপাতালে ভর্তি করিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 



















