অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালীর মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জানে আলম রুমেল (৩৫) চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার আবদুল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারযোগে কক্সবাজার যাওয়ার সময় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুমেল মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























