অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে দুটি আলাদা স্থানে আগুনের ঘটনা ঘটেছে। এসময় আগুনে একটি ঝুটের গুদাম, পাঁচটি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। তবে দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান দৈনিক আকাশকে জানান, বুধবার রাত ১১টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ির পারিজাত এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। এক পর্যায়ে আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে দেয়। তাদের সম্মিলত প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুটের গুদাম, পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, বৃহস্পতিবার ভোরে রাজেন্দ্রপুর এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের একটি স্টেশনারি ও লন্ড্রির দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 























