অাকাশ জাতীয় ডেস্ক:
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। বুধবার সকাল ৭টায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন চৌধুরী হাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত পারভীন আক্তার (৪০) সোনাপাহাড় এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী। হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ১২-১৪ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, নিহত পারভীন ও জালালের এটি দ্বিতীয় বিয়ে। পারভীনের আগের স্বামীর ঘরে প্রিয়াংকা (১৬) ও নাঈম (১০) নামে দুটি সন্তান রয়েছে। হত্যাকারী স্বামী বেলালেরও অপর এক স্ত্রী এবং সন্তান রয়েছে বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার এসআই মো. আলমগীর হোসাইন বলেন, আহত অবস্থায় অপরাধীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাবা মো. আবু তাহের বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























