অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে । মঙ্গলবার দুপুরে তার নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ উদ্দিন (২৮) উপজেলার তালতলী গ্রামের তাহের মুন্সির ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে মিরাজ পাশের বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মনোয়ারাকে বিয়ে করেন। পূর্বেও তার সংসারে নাসিমা আক্তার নামে প্রথম স্ত্রী ও ওই ঘরে চার সন্তান ছিল। দুই মাস আগে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দ্বিতীয় স্ত্রী মনোয়ারা তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়।
মঙ্গলবার সকালে মিরাজ তার স্ত্রীর অভিমান ভাঙাতে শ্বশুরবাড়ি যায়। সেখানে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে মিরাজের কথাকাটাকাটি হলে সে চলে আসে। দুপুরের দিকে স্বজনরা মিরাজের থাকার ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্রীপুর থানায় খবর দেয়।
শ্রীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক অসন্তোষ থেকে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 























