অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের আকবর শাহ এলাকায় যে শিশুটির লাশ পাওয়া গিয়েছিল, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গত রোববার রাতে আকবর শাহ থানার ‘বিশ্বব্যাংক কলোনির’ ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, ফাতেমা আক্তার মিম নামের মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তার বাবা মো. জামাল ধোপার কাজ করেন। কনকর্ড সি-ওয়ার্ল্ড এলাকায় রাজা কাশেমের কলোনিতে তাদের বাসা।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মেয়েটির পরিচয় জানা না গেলেও পরে তার পরিবারের খোঁজ পাওয়া গেছে। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে- ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে’। যে ভবনে মিমের লাশ পাওয়া গেছে, তার মালিক থাকেন ঢাকায়। পুলিশ ওই ভবনের তত্ত্বাবধায়ককে আটক করেছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 





















