অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলার মনপুরায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাকিবের বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত নাসরিন (১৮) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ইউনুচ মিয়ার মেয়ে।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল দৈনিক আকাশকে জানান, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। এর আগে এদের মধ্যে পারিবারিক কলহ হলে সালিশির মাধ্যমে সমাধান করা হয়।
মনপুরা থানার ওসি শাহীন খান দৈনিক আকাশকে জানান, নিহত নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























