অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে ছুরিকাঘাতে আদনান ইসফার (১৫) নামে এক স্কুলছাত্র খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন জামালখান ডা. খাস্তগীর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আদনান চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র। আদনান ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার আকতারুল আজমের ছেলে। পরিবারেরে সঙ্গে সে নগরীর জামালখান এলাকার একটি ভাড়া বাসায় থাকত।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দৈনিক আকাশকে জানান, গুরুতর আহত অবস্থায় আদনানকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 





















