অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় ছিনোনিয়া গ্রামের অটোচালক নুরুল বশরকে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার তার বিয়ের আকদ হবার কথা ছিল।
সোমবার দুপুরে পুলিশ অটোচালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদুর বাপের বাড়ির জনৈক রফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক নুরুল বশর বাড়ির পশ্চিম পাশে জনৈক মুন্সী মিয়ার কল ঘরে (বর্তমানে সিএনজি রাখা হয়) প্রতিরাতে সিএনজি রেখে ঘরে চলে যায়।
রবিবার সকালে খাবার খেয়ে সিএনজি নিয়ে বের হয়ে যাওয়ার পর রাতে আর সে ঘরে ফিরে আসেনি। সকালে সেই দোকানের বিমের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস ও মাটিতে পা ঝুলানো অবস্থায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুর রাজ্জাক বলেন, নুরুল বশরের লাশ মাটি হতে শোয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য বের হবে। এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 





















