অাকাশ জাতীয় ডেস্ক:
ইজতেমায় যাওয়ার পথে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যুবক রাসেলের লাশ উদ্ধার করে জেলেরা। নিখোঁজের পাঁচ দিন পর সোমবার সকাল ৮টার দিকে তেঁতুলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে দুপুর ২টায় লালমোহন নায়ানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দফন করা হয়।
উল্লেখ্য, রাসেল লালমোহন নয়ানীগ্রামের আবদুল হাই হাওলাদারের ছেলে। মসজিদ রোডে বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্স এর মালিক ছিলেন তিনি। বুধবার বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা হয় ঢাকাগামী গ্লোরী অব শ্রীনগর লঞ্চে। রাত সাড়ে ৯টার দিকে তেঁতুলিয়া নদীর ধূলীয়া নামক স্থানের কাছাকাছি গেলে রাসেল লঞ্চের সাইডে গিয়ে দাঁড়ায়। এসময় অসতর্কতা বশতঃ তিনি লঞ্চ থেকে নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে লঞ্চ থামিয়ে ঘটনাস্থলে খোঁজাখুজি করেও রাসেলকে পায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























