অাকাশ জাতীয় ডেস্ক:
খালের ভেতর কচুরিপানার ওপর থেকে দেড় বছরের জীবিত এক ছেলেশিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের বাটাজোর-আগরপুর খাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান,পশ্চিম চন্দ্রহার গ্রামের গৃহবধূ লাইজু বেগম শুক্রবার দুপুরের দিকে খালের ভেতর কচুরিপানার ওপর এক শিশুর কান্না শুনতে পান।এ সময় লাইজু বেগম খালের ভেতর কচুরিপানার ওপর থেকে জীবিত অবস্থায় ১৫-১৬ মাস বয়সের শিশুটিকে উদ্ধার করেন।স্থানীয়রা বিষয়টি থানায় অবগত করেন।
ওসি আরও জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাকে দুধ পান করানো হয়েছে।শিশুটিকে সমাজসেবায় হস্তান্তরের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে খবর দেয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























