অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক ইমরুল ইসলাম রাফিকে হত্যার চেষ্টা চালিয়েছে ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্তরা। গত রাত দু’টার দিকে সুন্দরপুরস্থ ছোট ছেলোনিয়া গ্রামে তার বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তার মাথায় চুরি ও ইট দিয়ে অাঘাত করে হামলাকারীরা। তার পরিবারের সদস্যদের চিৎকারে হামলাকারীরা এক পর্যায়ে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় দ্রুত রাফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালে ২৮ নং ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অপর দিকে রাফির উপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পেলাগাজীসহ বেশ কয়েক জায়গায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে তার অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের দাবী অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তাদের ধারণা এ হামলা তাদের দলের ভেতরে রাজনৈতিক চলমান নানা বিরোধের কারণে করা হয়েছে।
ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি জামাল ও সা.সম্পাদক সাদেক অালী সিকদার শুভ বলেন, ‘তার মাথায় শতাধিক সেলাই করা হয়েছে। চিকৎসক জানিয়েছেন বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। ধারণা করা হচ্ছে তাকে হত্যাচেষ্টা চালিয়েছিল। অামরা মূল অপরাদীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।’
এ ব্যাপারে ফটিকছড়ির থানার অফিসার্স ইনচার্জ (ও.সি) জাকির হোসাইন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। পুলিশ মূলরহস্য উদঘাটনে কাজ করছে।
মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 





















