অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় রেলপথের পাশ থেকে এক অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিবুল হক জানান, বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তার পরনে ছিল ফুলহাতা তিন রংয়ের জ্যাকেট, খয়েরি রঙের পাঞ্জাবি, সাদা-সবুজ চেক লুঙ্গি। তার ডান হাত ভেঙে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 























