অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। রোববার রাত ১০টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিম ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তার পরনে ছাই রঙের সোয়েটার ও কালো চেক লুঙ্গি রয়েছে বলে জানান এসআই রকিবুল।
আকাশ নিউজ ডেস্ক 























