অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দাম্ভিকতা, রক্তপাত আর মিথ্যাচারকে পুঁজি করে দেশ চালাতে গিয়ে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। একের পর এক গুম, খুন, অপহরণসহ নানা অপকর্মে চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন পার করছে দেশের মানুষ। গতকাল রোববার দুপুরে নগরীর শিমুল বাগ কমিউনিটি সেন্টারে রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, শেখ হাসিনা দেশকে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য বিএনপি নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণ শত বাধাকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং গুনে গুনে ভোট নিয়ে বিএনপিকে জয়ী করবে।
রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ এর পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সাবেক এম.পি নূর মোহাম্মদ মন্ডল, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সহ সভাপতি কাওসার জামান বাবলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সহ সভাপতি সুলতান আলম বুলবুল, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারীয়া ইসলাম জীম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা সেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান বাবু প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















