অাকাশ জাতীয় ডেস্ক:
ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে আনুমানিক ৩০-৪০ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর চাচরা সংলগ্ন গুরিন্দা বাজারের দক্ষিণ পাশের মেঘনা নদীর কিনার থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মেঘনা নদীর কিনারে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জোয়ার-ভাটার পানির সাথে অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে।
তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার শামিম কুদ্দুস ভূঁইয়া জানান, মেঘান নদীর পার থেকে একটি অজ্ঞাত পরিচয়ের একজন মধ্য বয়স্ক পুরুষের লাশ উদ্ধার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























