অাকাশ জাতীয় ডেস্ক:
গাছ বেয়ে বাড়ির দোতলায় ওঠার সময় গাছের ডাল ভেঙে পড়ে মারা গেছে এক চোর। আজ মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের হাটহাজারীর উত্তর বুড়িশ্চরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হালদা নদীর পাড়সংলগ্ন গোমস্তা বাড়ির নুরুল আবসারের দোতলা বাড়িতে চুরি করতে আমগাছ বেয়ে উঠছিল এক চোর। বিষয় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। এতে ভয় পেয়ে চোরটি গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ার সময় ছাদের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই নূর উল্লাহ অজ্ঞাতপরিচয়ের ওই চোরকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আকাশ নিউজ ডেস্ক 





















