অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গফফার মল্লিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গফফার মল্লিক বরগুনা এলাকার রতন মল্লিকের ছেলে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, বরিশাল কেন্দ্রীয় কারাগারে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে গফফারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গফফার হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























