অাকাশ জাতীয় ডেস্ক:
বার্ষিক পরীক্ষার দ্বিতীয় হওয়ার পর আনন্দে বাড়ি ফিরছিল দ্বিতীয় শ্রেণির ছাত্র তানভীর। কিন্তু সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল কেড়ে নেয় শিশুটির স্বপ্ন। সেই সঙ্গে কেড়ে নেয় তার জীবনপ্রদীপও।
রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর জানুকিসিংহ রোডে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি কাউনিয়া পাসপোর্ট গলি এলাকার হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে। সে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, বিকালে তানভীরের স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দ্বিতীয় শ্রেণিতে দ্বিতীয় হয় সে। এই আনন্দে উৎফুল্লু হয়ে তানভীর বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























