অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈরের বড়গোবিন্দপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় রবিবার রাতে বনের ভেতর মাটির নিচে চাপা দেয়া এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
নিহতের গলায় মালফার পেঁচানো ছিল জানিয়ে ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দেয়। নিহতের পরিচয় সনাক্তকরণসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 























