অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আরব আলী জানান, রবিবার দিনগত রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের ধীরাশ্রম এলাকার রেলব্রিজের উত্তর পাশে ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নামপরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৬ বছরের মতো হবে। নিহতের পরনে হালকা কফি রঙের জ্যাকেট, ফুল হাতা মোটা গেঞ্জি এবং নীল রঙের জিন্সের প্যান্ট ছিল।
আকাশ নিউজ ডেস্ক 























