অাকাশ জাতীয় ডেস্ক:
শরীয়তপুরের ডামুড্যায় পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে আগুন লাগিয়ে সেফালী আক্তার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মাহত্যার চেষ্টা করেন সেফালী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২২ ডিসেম্বর) ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেফালী উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভয়রা গজারিয়া গ্রামের সেকুল সরদারের স্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 
























