অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা উত্তরপাড়া গ্রামের গজারী বন থেকে অজ্ঞাত এক নারীর (২০) অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান. রোববার দুপুরে স্থানীয় লোকজন টেংরা এলাকার বৃন্দাবন গভীর গজারী বনের ভিতর লাকড়ি কুড়ানোর সময় দুর্গন্ধের সূত্র ধরে অর্ধগলিত লাশের অস্তিত্ব আবিষ্কার করে। পরে শ্রীপুর থানায় সংবাদ দিলে থানা পুলিশ বিকেল তিনটার দিকে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আকাশ নিউজ ডেস্ক 























