অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ভরান এলাকা থেকে জুলহাস শান্ত (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহত জুলহাস শান্ত পাবনার ইশ্বরদী থানা এলাকার আসাদ উল্লাহর ছেলে। সে টঙ্গীর মধুমিতা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থেকে ওয়েল্ডিংয়ের কাজ করত।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল হাসান জানান, গেল শুক্রবার রাতে টঙ্গীর ভরান এলাকায় আশরাফ সেতু কমপ্লেক্সের পেছনে জুলহাস শান্তর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























