অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৮) নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, রবিবার রাতে ঢাকা জয়দেবপুর রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আক্কাস মার্কেটের পাশে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে নীল গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























