অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে প্রাণ গেল ট্রাকচালক ইয়াছিন গাজীর। শুক্রবার ভোর চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরতর আহত হন ট্রাকের হেলপার সেলিম। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইয়াছিন গাজী যশোর জেলার কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের হারুন গাজীর ছেলে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার জানান, আজ ভোরে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। মিরসরাই ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ দক্ষিণ বাইপাসে আগে থেকে সড়কের ওপর একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
এতে চালক ইয়াছিন গাজী রক্তাক্ত অবস্থায় ট্রাকের ভেতর ৪৫ মিনিট আটকে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 






















