অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালের বানারীপাড়ায় বাসের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মলন্দা ব্রিজের নরোত্তমপুর সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ফাতেমা নামে একজনের নাম জানা গেছে।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, জোনাকী পরিবহনের একটি বাস বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। মলন্দা ব্রিজের সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনে আসার পর বানারীপাড়া থেকে বরিশালগামী একটি মাহেন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রে থাকা দুই নারী নিহত হয়। এছাড়া চালক ও শিশুসহ তিনজন আহত হয়। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























