অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ড্রোনসহ তুরস্কের চার নাগরিককে আটক করেছে পুলিশ। তারা পর্যটক হিসেবে বাংলাদেশে আসেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প জামতলী থেকে ড্রোন উড়াচ্ছিলেন তুরস্কের ওই চার নাগরিক। বুধবার বিকালে তাদের আটক করা হয়।
উখিয়ার জেলা বিশেষ (পুলিশ) শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান, এসআই মো. বোরহান উদ্দিনসহ কয়েকজন পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জামতলী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করেন। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবোদের জন্য উখিয়া নেয়া হয়েছে। তবে তারা সীমান্তে ড্রোন নিয়ে কী করছিলেন পুলিশ তা জানাতে পারেনি।
আকাশ নিউজ ডেস্ক 

























