অাকাশ জাতীয় ডেস্ক:
বরিশালে ধর্ষণের পর এক কলেজছাত্রীকে হত্যার করার অভিযোগে শিশুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হল- সিরাজ ও শিশু হাফিজ। সোমবার সন্ধ্যায় কোতয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের এ তথ্য জানান।
পুলিশের এ কর্মকর্তা জানান, ১৯ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ্ এন্ড টেকনোলজির প্যাথলজি বিভাগের ছাত্রী ও বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের আলমগীর খানের মেয়ে সাদিয়া আক্তারের পুরোনো প্রেমিকের পরিচিত সিরাজের সাথে মঠবাড়িয়ায় বেরাতে যান। সেসময় সিরাজ তার ফুফাতো বোনের কাছে সাদিয়াকে রাখতে চাইলে তারা তাতে রাজি হয়নি।
পরে সিরাজের ফুফাতো ভাই সমীর কৌশলে সাদিয়াকে সিরাজ ও সমীর মিলে মঠবাড়িয়ার বলেশ্বর নদী সংলগ্ন খেজুরবাড়ি এলাকার মাঠে নিয়ে উপর্যপুরি ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় শিশু হাফিজ দেখে ফেললে তাকেও মেরে ফেলার হুমকি দেয় সিরাজ ও সমীর। এসময় হাফিজকে দিয়ে জোর করে সাদিয়াকে ধর্ষণ করানো হয়। এসময় সাদিয়া চিৎকার করলে আসামিরা তার শ্বাসরোধ করে হত্যা করে।
এরপরেই আসামিরা সাদিয়ার লাশ গুম করার লক্ষ্যে বলেশ^র নদীতে লাশটি ভাসিয়ে দেয়। পাশাপাশি নদীতে ফেলে দেয়া হয় সাদিয়ার ব্যবহৃত মালামালগুলোও। তবে এখন পর্যন্ত সাদিয়ার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আটক দুই আসামি সত্যতা স্বীকার করেছেন।
অতিরিক্ত উপ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের আরো জানান, কলেজ ছাত্রী সাদিয়া নিখোঁজের পর তার বাবা আলমগীর খান কোতয়ালি থানায় ২২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। ২ ডিসেম্বর থেকে এসআই ওয়াহাবের নেতৃত্বে অভিযান চালানো হয়। রোববার তাদের মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























