আকাশ স্পোর্টস ডেস্ক:
জমকালো আয়োজনে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে রাশিয়া বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র। প্রায় ছয় হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রেমলিন কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চূড়ান্ত হলো ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ। চলুন এক পলক দেখে নিই:
গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ
গ্রুপ-এ: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে
গ্রুপ-বি: পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান
গ্রুপ-সি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ-ডি: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ-ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ-এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ-জি: বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড
গ্রুপ-এইচ: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান
প্রসঙ্গত, প্রতি গ্রুপে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর আট গ্রুপ থেকে তালিকার শীর্ষ দুই দল পাবে নকআউট পর্বের টিকিট।
১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ।
রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ উত্তেজনা।
আকাশ নিউজ ডেস্ক 



















