ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব

ট্রেন ছাড়তে বিলম্ব, টঙ্গীতে স্টেশনে হামলা-ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মের কন্ট্রোল রুমে হামলা চালিয়েছে উত্তেজিত যাত্রীরা। এ ঘটনায় স্টেশনের চারজন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, রাত ৭টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। এক ঘণ্টা অতিবাহিত হলেও ট্রেনটি না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েকজন যাত্রী স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে গেলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্টেশনের কন্ট্রোল রুম ও তুরাগ ট্রেনে ভাঙচুর করেন যাত্রী।

টঙ্গী রেল স্টেশনের মাস্টার আব্দুল হালিম জানান, ট্রেনটি রাত ৭টা ৮ মিনিটে টঙ্গী স্টেশনে এসে থামে। রাত ৮টার দিকে কিছু যাত্রী স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালায়। এ সময় যাত্রীরা কন্ট্রোল রুমের দরজা, জানালার কাঁচ ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরব আলী জানান, ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় উত্তেজিত যাত্রীরা প্লাটফর্মে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্টেশনের সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেন ছাড়তে বিলম্ব, টঙ্গীতে স্টেশনে হামলা-ভাঙচুর

আপডেট সময় ০৩:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মের কন্ট্রোল রুমে হামলা চালিয়েছে উত্তেজিত যাত্রীরা। এ ঘটনায় স্টেশনের চারজন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক তিন ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, রাত ৭টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। এক ঘণ্টা অতিবাহিত হলেও ট্রেনটি না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েকজন যাত্রী স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে গেলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্টেশনের কন্ট্রোল রুম ও তুরাগ ট্রেনে ভাঙচুর করেন যাত্রী।

টঙ্গী রেল স্টেশনের মাস্টার আব্দুল হালিম জানান, ট্রেনটি রাত ৭টা ৮ মিনিটে টঙ্গী স্টেশনে এসে থামে। রাত ৮টার দিকে কিছু যাত্রী স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালায়। এ সময় যাত্রীরা কন্ট্রোল রুমের দরজা, জানালার কাঁচ ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরব আলী জানান, ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় উত্তেজিত যাত্রীরা প্লাটফর্মে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্টেশনের সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে।