অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার বিরুদ্ধে সোনালী ব্যাংকের আনা ঋণখেলাপির অভিযোগ খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানির পর অভিযোগটি খারিজ করেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
সোনালী ব্যাংকের অভিযোগটি খারিজ হয়ে যাওয়ায় বিএনপির মেয়র প্রার্থী বাবলার প্রার্থিতা বহাল রইলো। অর্থাৎ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৬ নভেম্বর বাবলার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ সরকার। তবে নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই শেষ হওয়ার দু’দিন পর মঙ্গলবার রংপুর বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়ে বিএনপি প্রার্থী বাবলার বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ করে সোনালী ব্যাংক। চিঠিতে বাবলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
সোনালী ব্যাংকের ওই অভিযোগের পর বাবলা পাল্টা অভিযোগ করেন, সরকারের ইঙ্গিতে তার মনোনয়নপত্র বাতিলের পাঁয়তারা করা হচ্ছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবেই সোনালী ব্যাংকের পক্ষ থেকে এমন অভিযোগ আনা হয়েছে। এর আগে ২০১২ সালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে ২১ হাজার ২৩৫ ভোট পেয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























