অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাইক্রোবাসের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাইক্রোবাসের ভেতর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই ব্যক্তির পরণে আকাশী রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে। মরদেহ ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























