অাকাশ জাতীয় ডেস্ক:
সাতটি মাল্টা ফল। দেখে মনে হবে তাজা ফল। বোঝার উপায় নেই, এর ভেতরে করে পাচার হচ্ছে ইয়াবা। এবার মাল্টা ফলের ভেতরে ইয়াবা পেয়ে পুলিশও হতবাক।

বুধবার (২৯ নভেম্বর) রাতে সাতকানিয়া থানা পুলিশ সাতটি মাল্টার ভেতর থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুজন হলেন, আবছার (২২) ও হেলাল উদ্দিন (২৭)।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে থেকে দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন ওসি রফিকুল হোসেন। ওসি জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে তারা সাতকানিয়া পার হচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























