অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিম ওরফে মহিন। তার বাড়ি নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এলাকায়।
র্যাব বলছে, নিহত মহিম উদ্দিন ওরফে মহিন চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
র্যাব-৭-এর সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান জানান, রূপগঞ্জ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গোলাগুলিতে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত হন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি, দুইটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















