অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ট্রাকচাপায় সুলতান হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত সুলতান হোসেন শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের এনায়েত হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন সুলতান হোসেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুলতান মারা যান। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























