অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় সুলতান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুলতান উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা গ্রামের নিয়ত আলীর ছেলে। বুধবার বেলা ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়র হুসেন জানান, সুলতান মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























