অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে বাসচাপায় কফিল উদ্দিন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাসুম নামে অপর এক আরোহী। নিহত কফিল উদ্দিন ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ভাওয়াল মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন দুলাল সাংবাদিকদের জানান, সোমবার রাতে গাজীপুর জেলা শহর থেকে মোটরসাইকেলে করে ভাওয়াল মির্জাপুরের বাসায় ফিরছিলেন কফিল উদ্দিন। পথিমধ্যে তিন সড়ক এলাকায় বিপরীতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে তিনিসহ অপর এক আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে কফিল মারা যান। আহত অপর আরোহী মাসুমকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























