অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে গুরুতর আহত শফিকুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সোমবার সকাল ছয়টায় তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মুরাদনগর থানার লাজুর গ্রামের মাস্টার পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম নগরীর গরিবুল্লাহ শাহ (র.) মাজার, ডেবার পাড় এলাকায় টিনের ছাউনির ঘরে থাকতেন। রোববার সকালে মশার কয়েল জ্বালিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন তিনি। এরপর সকাল নয়টার দিকে তাকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।
শফিকুলের ছোট ভাই মো. সোহেল জানান, বড় ভাই, ভাবি ও তাদের একমাত্র মেয়ে পাকা মেঝের ওপর টিনের বেড়া ও ছাউনির ওই ঘরে থাকতেন। মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে ভাইয়ের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















