অাকাশ স্পোর্টস ডেস্ক:
দুই ভাইয়ের একসঙ্গে খেলতে নামার সাক্ষী ক্রিকেট কম হয়নি। এদের মধ্যে যমজ দুই ভাইও দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার ওয়াহ ভ্রাতৃদ্বয়ের গল্প তো সবারই জানা। তবে একইসাথে তিন যমজ ভাই খেলতে নেমে গড়েছে নতুন ইতিহাস।
সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডসের ম্যাচে মাঠে নেমেছেন ২০ বছর বয়সী তিন ভাই সিকান্দার জুলফিকার, সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করে তারা। প্রথমবারের কোনো ম্যাচে এক দলে নেমেছে তিন ভাই।
সিকান্দার জুলফিকার এর আগেও নেদারল্যান্ডসের জার্সি গায়ে মাঠে নেমেছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকারের। তাদের বাবা জুলফিকার আহমেদও খেলেছেন নেদারল্যান্ডসের হয়ে। এমনকি ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেদারল্যান্ডসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
যদিও ম্যাচটিতে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তিন ভাইকে। ব্যাত হাতে ৪১ রানের ইনিংস খেলেন সিকান্দার। সাকিবের ব্যাট থেকে আসে ৩১ রান। আসাদ করেন ১৫ রান। ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাত নেদারল্যান্ডসের ছুঁড়ে দেওয়া ১৮২ রানের লক্ষ্য টপকে যায় তিন উইকেট হাতে রেখে।
আকাশ নিউজ ডেস্ক 



















