অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় সোহেল রানা নামের এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোহেল রানা সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের আব্দুর রউফের ছেলে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় বাস স্ট্যান্ডে নেমে সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন কোরের ওয়ারেন্ট অফিসার সোহেল রানা সম্প্রতি র্যাব ট্রেনিং স্কুলে উপ-সহকারী পরিচালকের (ডিএডি) পদে যোগ দেন। ছুটি কাটিয়ে সাতক্ষীরা থেকে শনিবার কর্মস্থলে ফিরছিলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























