অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনার মরিচ্যাঘোনা এলাকায় ফাঁদ পাতা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্যহাতির মারা গেছে। শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মৃত হাতি দুটিকে দেখে বনবিভাগকে খবর দেয়।
চুনতি ফরেস্ট অফিসের রেঞ্জার এসএম নুরুর রহমান জানান, স্থানীয়রা ওই এলাকায় বন্যশুকুর শিকারের জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ রেখেছিল। সেই ফাঁদের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বন্যহাতির মা-মেয়ে মারা যায়।
এদিকে বন্যহাতি দুটির মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য উপজেলার প্রাণিসম্পদ অফিসের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























