অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেরাইদেরচালা গ্রামে আগুনে মাজাহারুল ইসলাম নামে একজনের বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এ সময় মাজাহারুল ইসলামসহ পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না। শুক্রবার সকাল নয়টার দিকে এ আগুন লাগে। এসময় স্থানীয়দের চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড সদস্য হাবিবুল্লাহ জানান, সকাল নয়টার দিকে মাজাহারের বসতবাড়ির লাগুয়া এসকিউ গ্রুপের কারখানা এফএস সুয়েটারের বয়লার রুম হতে আগুনের স্ফুলিঙ্ক এসে টিনের উপর জমে থাকা কারখানার বিভিন্ন সুতায় আগুনের সূত্রপাত হয়ে ঘরে ঘরে আগুন লাগে। পরে স্থানীয়দের উদ্যোগে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বাসার দুইটি কক্ষের সকল মালামাল আগুনে পুড়ে যায়।
এদিকে গত তিন দিন যাবৎ বাড়ির মালিক সপরিবারে ভ্রমণে কক্সবাজার রয়েছেন। বাড়িটি তালাবদ্ধ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা নূরুল হক জানান, এ ঘটনায় কারখানার কোন সম্পর্ক নেই। আগুন লাগার খবরে কারখানা থেকে পানি দিয়ে আগুন নিভাতে সহায়তা করা হয়েছে। তারপরও বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























