অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নাজমীন নামে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে তার মামার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার সকাল ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরোতিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। নিহত নাজমীনের বাবার নাম আক্কাছ আলী। সে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নানা বাড়িতে থাকতো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের হাসমত আলী ওরফে হাশেমের ছেলে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, বগুড়ার ভাটকান্দি গ্রামের মো. রহিমের ছেলে রবিউল ইসলাম (২০), শেরপুরের দীঘিরপাড় গ্রামের মো. মোস্তফার ছেলে মোজাফ্ফর (১৯)।
২০১৫ সনের ৩০ অক্টোবর রাতে জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ঘুমিয়ে থাকা শিশু নাজমীন গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আছমা বেগম বাদী হয়ে ওইদিন শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিন থেকে চারজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক খন্দকার আমিনুর রহমান তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। পরে দণ্ডপ্রাপ্ত রিপন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। মামলার এজাহারনামীয় আসামি আব্দুল করিমকে ফাঁসানোর জন্য তিনজন মিলে শিশুটিকে হত্যা করে বলে স্বীকারোক্তিতে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























