অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। দুবাই থেকে আসা মো. মালেক (৫০) নামের ওই যাত্রীর লাগেজ থেকে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা এসব সোনা উদ্ধার করে।
বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, বুধবার সকাল ১০টা ১০ মিনিটে ফ্লাই দুবাই’র এফজেড-৫৮৯ নম্বর ফ্লাইটে করে মালেক চট্টগ্রাম আসেন। তার নামে বুকিং করা দুটি লাগেজে বিশেষ কায়দায় স্বর্ণগুলো আনা হয়েছে। স্ক্যানিংয়ের পর লাগেজ থেকে তারের মতো করে পেঁচানো স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
আটক মালেক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























