অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের টঙ্গীতে রিয়া আক্তার (১৪) নামের মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে তার বাবা আরব আলী মুন্সিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম পলাতক রয়েছেন। ২০ নভেম্বর সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, আরব আলী মুন্সির দুই সংসার। রিয়া (১৪) ও আঁখি প্রথম স্ত্রীর সন্তান হওয়ায় তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢোলকান্দি গ্রামে বসবাস করে আসছিল। এদিকে আরব আলী দ্বিতীয় স্ত্রী রিনা বেগমকে নিয়ে টঙ্গীর গোপালপুরের নান্নু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।
গত ৫-৬ দিন আগে রিয়া টঙ্গীতে বেড়াতে আসে। শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও সৎমায়ের সঙ্গে রিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা উত্তেজিত হয়ে রিয়াকে গলাটিপে হত্যা করে। পরে রিয়া আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রিয়ার নিহতের খবর শুনে তার বড় বোন আঁখি বেগম সোমবার দুপুরে তার বাবা আরব আলী মুন্সির বাসায় এসে মৃত্যুর ঘটনাটি জানতে চায়।
এ নিয়ে আঁখির সঙ্গেও তার বাবা-মায়ের বাকবিতণ্ডা হয়। এতে তাদের কথায় আঁখির সন্দেহ হলে তার বাবাকে প্রধান আসামি করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মেয়ের দায়েরকৃত মামলার ভিত্তিতে তার বাবা আরব আলী মুন্সিকে গ্রেফতার করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























