অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে পৌরসদরের বরাইপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম রাত পৌনে ১০টায় জানান, ধারণা করা হচ্ছে রেললাইন ধরে হাঁটার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই তরুণের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম স্টেশন থেকে ৩৫ কিলোমিটার দূরে মরদেহটি পাওয়া যায়।
তিনি জানান, মরদেহটি এখনো সীতাকুণ্ডেই আছে। ওই পথে ট্রেন আসার সময় সেটি চট্টগ্রাম স্টেশনে আনা হবে। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















